রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে।এউপলক্ষে রোববার সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতার জীবন দর্শন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, পিআইও তারিকুল ইসলাম । এসময় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম,পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান মন্টু, কলমা ইউপির চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, কলমা ইউপির ছাত্রলীগ নেতা রিয়াদসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।