নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ মার্চ ২০২২ | পড়া হয়েছে 39 বার
উপজেলা আ’লীগের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও রাচিক’র সাবেক সিবিএ নেতা মরহুম আবু বকর সিদ্দিক এর আত্মা মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সাথে নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালাম হোসেনের পিতা নছির উদ্দিন, পবা উপজেলা মহিলা লীগ সভাপতি আফরোজা বেগমের মেয়ে মনিরা বেগম ও কাপাসিয়া এলাকার আওয়ামী লীগ কর্মী মরহুম আনোয়ার হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ইমাম মাওলানা মো. গোলাম মাওলা। দোয়ায় অংশ নেন পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বেগম সুফিয়া হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইয়াছিন আলী, আনছার আলী, জেবর আলী, আবুল কাসেম, মাসুদ রানা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৩ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel