রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 29 বার
উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার বিকল্প নেই, এই উদ্দেশ্য নিয়ে শিক্ষার মান উন্নয়নে সংসদ সদস্য আলী আজগার টগরের সহযোগীয় চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনা অডিটরিয়াম প্রাঙ্গণে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামতবিনিময় সভায় সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ‘সরকার উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানোর জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সরকারে কোন গাফিলতি নেই, সেটা ক্রমাগত হচ্ছে। সে কারনে শিক্ষক- শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদেরকে মেধাবী বিকাশে প্রস্তুত করে তুলতে হবে। যেটা পরবর্তীতে আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়ক হবে’।সভায় সহস্রাধীক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel