স্টাফ রিপোর্টার | বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজধানী ঢাকা উত্তরায় গত রবিবার (১১ই জুলাই ২০২১ইং) রাত আনুমানিক ৩.৩০ মিনিটে ৩ নং সেক্টর ১০ নং সড়কের ১০ নম্বর বাসার কেয়ারটেকার সুবল চন্দ্র পাল(৪৪) নামের এক ব্যক্তি খুন হয় এবং এই হত্যাকান্ডের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হলে দায়িত্ব রত আইন রক্ষা বাহিনীর একটি টিম সিরাজগঞ্জের বেলকুচি থানার সুবর্ণ সাড়া এলাকা থেকে সুবল হত্যা মামলায় জরিত ১.মোঃ মাসুদ রানা (৩২) এবং ২. মোঃ মিজানুর রহমান (২৬) দুই জন আসামীকে গ্রেফতার গত ১২/০৭/২০২১ইং তারিখে এবং গ্রেপ্তারের সময় মাসুদ রানার কাছ থেকে হত্যাকান্ডের সময় পরিহিত জামার পুড়িয়ে দেওয়ার অংশ বিশেষ এবং মিজানুর রহমানের কাছ থেকে রক্ত মাখা জামা উদ্ধার করেছেন বলে উল্লেখ করা হয়। কেয়ারটেকার সবুল হত্যার বিষয়ে উত্তরা পুর্ব থানায় মঙ্গলবার (১৩ই জুলাই) সকাল ১১.৩০ মিনিটে প্রেস ব্রিফিং করেন,উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: সাইফুল ইসলাম। এবিষয়ে তিনি সাংবাদিকদের, সুবল হত্যা মামলাটির বিষয় উপস্থাপন করেন এবং পরবর্তীতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার আরও তদন্তের জন্য তাদের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উত্তরা জোনের অরিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস ও ডা.মোর্শেদ, সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুল ইসলাম সাইফ ও এস এম আশিকুর রহমান, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আক্তারুজ্জামান ইলিয়াস ও উত্তরা পশ্চিম থানার (ওসি) জহিরুল ইসলাম। আজমপুর ফাঁড়ি ইনচার্জ ইসরাইল হোসেন সহ আরো অনেকে
Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।