
নবকণ্ঠ ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট
ঈদুল আযহা উপলক্ষে সচিবালায় বিটে কর্মরত গণমাধ্যম সহকর্মীদের পক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
বৃহস্পতিবার( ৫ জুন ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস এবং আল্লাহর আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। এই মহান উৎসবের শিক্ষা হলো, পার্থিব মোহ ও অহংকার বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এই মহান উপলক্ষ্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একটি জাতির স্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ন্যায়পরায়ণতা, একতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার মধ্যে।
উল্লেখ্য, সচিবালয় বিটে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’। এ সংগঠনটি সচিবালয় বিটে কর্মরত পেশাদার সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছে।
পাশাপাশি সচিবালয়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল, তাদের ব্যাপারে কঠোর হওয়ার পাশাপাশি সর্বদা সতর্কতার সাথে তাদের অপতৎপরতা সততা ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করে আসছে।
Posted ৮:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।