
| শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
বছরের পুরোটা সময় ভালো বিক্রি ও লাভের জন্য দুই ঈদ এবং দুর্গাপূজার অপেক্ষায় মুখিয়ে থাকেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদুল ফিতর ঘিরেও আশায় বুক বেঁধেছেন তারা। কেউ সঞ্চয়ের অর্থ, কেউবা ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে নতুন পণ্যের পসরা সাজিয়েছেন। ভালো বিক্রি করে লাভের আশায় দিন গুনছেন তারা।
যদিও এখনো ঈদের বেচা-বিক্রি তেমন জমে ওঠেনি। কম বিক্রি নিয়ে হতাশা রয়েছে বিক্রেতাদের। তবে তা ছাপিয়ে ব্যবসায়ীদের কাছে এখন বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে নিরাপত্তা। রাতে দোকানে চুরির শঙ্কা যেমন রয়েছে, তেমনই নগদ টাকা নিয়ে ঘরে ফেরার ঝুঁকিতেও উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, ততই গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। বিক্রির পর দোকানে নগদ টাকাও বেশি থাকবে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দোকানদাররা উদ্বেগ প্রকাশ করেছেন। এ সুযোগে বিভিন্ন মার্কেটে চুরি-ডাকাতি বেড়েছে। সার্বিক পরিস্থিতিতে সবাই দুশ্চিন্তায় রয়েছেন। কখন কী ঘটে যায়!
Posted ১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।