| মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ। নির্বাচন যথাযথভাবে সম্পন্ন করতে যা যা করা দরকার তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।’
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
যেকোনো নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ সচেষ্ট জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘নাশকতাকারীদের পুলিশের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই।’
বিগত বিভিন্ন নির্বাচনে পুলিশের কাজের উল্লেখ করে আইজিপি বলেন, ‘আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সচেষ্ট রয়েছে।’
হরতাল অবরোধের নামে কিছু সন্ত্রাসী বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।