আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি: | শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
– সারা দেশে ৫৫টি স্টেশনের ন্যায় জামালপুরের ইসলামপুর স্টেশনে যাত্রীসুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর স্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে ফলক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে দেওয়ানগঞ্জ রেল স্টেশনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।
Posted ১২:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।