| শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: আরব আমিরাত ও বাহরাইনের পর এবার সুদান ও ওমান ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করতে যাচ্ছে জানা যায়।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েল সংবাদ মাধ্যম ‘মাআরিব’ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা দিতে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে সুদান ও ওমান।’
এরআগে ১৫ সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত ও বাহরাইনের স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষরে স্বাগত জানায় ওমান।
খবরে আরো বলা হয়, ‘ইসরায়েল ও ওমানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়। যৌথ বিবৃতিতে স্বাভাবিক সম্পর্ক ঘোষণা দেওয়ার বিষয়ে একমত পোষণ করে দেশ দুটি।’ অবশ্য এ বিষয়ে ওমান এখনও কোনো কিছু বলেনি।
তাতে আরো বলা হয়, ‘সুদানে সরকার ও সংসদ গঠন পর্যন্ত তেলআবিব ও খরতুমের মধ্যে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা পিছিয়ে যায়। অবশ্য যুক্তরাষ্ট্র দ্রুততর সময়ে সম্পর্কের ঘোষণা দিতে সুদান সরকারকে চাপ দিচ্ছে। এর বদলায় সুদানকে সন্ত্রাসের সহযোগী দেশের তালিকা থেকে না দূর করার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।’
গত ১৫ সেপ্টেম্বর উপসাগরীয় প্রথম দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ওয়াশিংটনের হোয়াইট হাউজে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
Posted ৪:১৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।