| বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের মোমেন্টাম নিয়েই ভারত সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মতো ভারত সফরেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।
চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে আগামীকাল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে যাওয়ার আগে গণমাধ্যমকে জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম বলেছেন, আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ভারত সফরে যাচ্ছি। ইনশাআল্লাহ ভারত সফরেও জয়ের ব্যাপারে চেষ্টা করব।
২০২১ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেস বোলার শরিফুল ইসলামের। অভিষেকের পর থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই তারকা পেসার।
ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৪১টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে আর ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন শরিফুল। তিন ফরম্যাটে ৮৮ ম্যাচে তার সংগ্রহ ১২৭ উইকেট।
দেশের এই সম্ভাবনাময়ী তারকা পেসার বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা দলের বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব ইনশাআল্লাহ। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না।’
Posted ৬:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | faroque
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।