
টি এম এ হাসান সিরাজগঞ্জ: | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 61 বার
ইঞ্জিন বিকল হওয়ার ৫ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ৫ঘন্টা ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পরে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হওয়ার পরে সকাল ৯টার দিকে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। তিনি বলেন রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এখন পর্যন্ত (সাড়ে ৯টা) মোট ৪ টা ট্রেন চলাচল করেছে। তিনি বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক ঢাকা নামের মালবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে প্রায় ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন এনে ইঞ্জিন বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া পর্যন্ত আনা হয়েছে। তিনি আরও বলেন, আপাতত উল্লাপাড়া স্টেশনের একটি অতিরিক্ত লেনে ট্রেনটি রেখে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সান্তাহার স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন ইতিমধ্যেই উল্লাপাড়ার পথে। সেটি এসে পৌঁছেলে মালবাহী ট্রেনটি আবার চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
বাংলাদেশ সময়: ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel