
- শাহীন শাহ্ সুলতান | শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
ইংরেজী নববর্ষের আগমনে বিশ্ব তোলপাড়
বাজে ধ্বনি চারপাশে আনন্দ বার্তার,
পুরাতনকে জানিয়ে বিদায় সবই জাগলো নতুন সাজে
নতুন প্রেরণায় মন দিলো সবে আপন আপন কাজে।
বিশ্বে দেশে দেশে বসেছে কত মেলা
মানুষগুলো খেলছে বেজায় কত্ত রঙের খেলা,
আনন্দ সাগরে ভাসবে সবে খুশিতে মাতোয়ারা
হাতছানি দিচ্ছে নতুন জীবন দিচ্ছে ইশারা।
পথে-ঘাটে মাঠে নতুন লেখার ছড়াছড়ি
এসো এসো নববর্ষ তোমায় বরণ করি,
পুরান খাতায় নাম কেটেছে ব্যবসায়ীগণ
নতুন আমেজে মেতেছে নানা ক্রেতা-জন ।
গাছে গাছে পাখিরা করছে ডাকাডাকি
কৌতূহলী মানুষেরা করছে তাকাতাকি,
আনন্দ সাগরে যাবে ভেসে এই ধরণী
রঙ মেখে উল্লাসে লক্ষ লক্ষ তরুণ-তরুণী।
পাতায় পাতায় লিখে দিলাম নববর্ষের গান
নতুন তালে নতুন সুরে জেগে উঠল প্রাণ,
বিশ্বের মানুষগুলো নতুন রূপে বাঁচতে চায়
নানা পদের খাবার তারা মনের হরষে খায়।
জাগো জাগো বিশ্ববাসী নতুন রূপে গড়ো দেশ
দিন বদলের পালায় পালায় পড়ো নানা বেশ,
উত্তাল সাগরের মতো জেগে উঠো সবে
তারুণ্যের জয় হোক দেশের কল্যাণ তবে।
Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।