অনলাইন ডেস্ক শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
আড়াইহাজারে সবুজ মিয়া (৩০) নামের এক অটোচালককে অজ্ঞান করে করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এই ঘটনা ঘটে। সবুজ মিয়া উপজেলার বাঞ্জারামপুর উপজেলার শোভারামপুর গ্রামের জামান মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, রাত ৮টার দিকে আড়াইহাজার বাজার থেকে দুই জন নারী নিয়ে উচিৎপুরার দিকে যাচ্ছিল। এই সময় নৈকাহন এলাকায় পৌঁছলে দুই নারীর সহযোগিতায় ছিনতাইকারীরা চালককে নেশাজাতীয় দ্রব্য সেবন করে অজ্ঞান করে অটোটি ছিনিয়ে নেয়। আহত চালক বর্তমানে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, অটোটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক সবুজ মিয়ার বাবা জামান জানান, কিস্তিতে টাকা তুলে কয়েক মাস আগে অটোটি কিনেছিল তার ছেলে।
বাংলাদেশ সময়: ১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel