| শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: আসন্ন নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা শুরু করেছেন সকল প্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এরই ধারাবাহিকতায় নিয়মিত গণসংযোগ ও ভোট চেয়ে বেড়াচ্ছেন (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম (তাজু) ।
গত বুধবার ৩০ ডিসেম্বর সকালে নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন আহমেদ।
কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম (তাজু) দৈনিক বাংলার নবকন্ঠকে জানান, আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হবার মূল কারণ হলো জনগনের সেবা করা। নির্বাচিত হবার পরে জনগনের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন করতে চাই। কাঁচা রাস্তা গুলো পাকা করতে চাই। গ্যাস সংযোগের অভাব রয়েছে তা পূরণ করতে চাই ও বিদ্যুতের বিভিন্ন খুঁটির সমস্যা ও বিদ্যুৎ সংযোগজনিত সমস্যা গুলো দূর করতে চাই। তিনি আরো বলেন, ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা মাশাআল্লাহ ভালো চলছে। তরুন প্রজন্ম ও নতুন ভোটারদের সাড়া পাচ্ছি ব্যাপক। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। পরিশেষে তিনি ওয়ার্ডবাসীর জন্য বলেন, প্রিয় ভোটাররা যদি আমাকে নির্বাচিত করে আমি তাদের পাশে থেকে সকল উন্নয়ন মূলক কাজ করতে চাই। তিনি (টেবিল ল্যাম্প) প্রতীকে ভোট কামনা করেছেন।
Posted ৪:১০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।