খোরশেদ আলম | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
আশুলিয়া থানাধীন কাছৈর বাগেরতল এলাকার মাছের খামারে কীটনাশক প্রয়োগ করে মোঃ আব্দুর খালেক এর মাছের খামারে প্রায় 30 থেকে 40 মন মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বরিবার সকালে আশুলিয়ার কাছৈর বাগেরতল এলাকার মাছের খামারে এ ঘটনা ঘটে। মৎস্য খামারের মালিক মোঃ আব্দুর খালেক (64) বলেন, 50 শতাংশ জায়গার উপর দীর্ঘ 1 বছর ধরে আমরা মাছের চাষ করে আসছি। কিন্তু হঠাৎ করেই পানিতে
মাছ ভেসে উঠতে শুরু করে। এক পর্যায়ে সেগুলো মারাও যায়। প্রায় 20 থেকে 25 মন এখনো পানির নিছে আছে, খামারে ১ বছর বয়সেরও বড় বড় মাছ ছিল যা সব মরে গেছে। মৎস্য খামারের মালিক মোঃ আব্দুর খালেক বলেন আমি 24/01/2021 তারিখ সকাল আনুমানিক 7 টার দিকে আমার ভাতিজা মোঃ হামেদ আলী আমাকে জানায় যে পুকুরে মাছ ভেসে উঠেছে সাথে সাথে আমি সোখানে যেয়ে দেখি সব মাছ মরে পুকুরের
পানিতে ভাসতেছে । তাহার পর আমি আশুলিয়া থানা অভিযোগ দায়ের করি, মোঃ আব্দুর খালেক অভিযোগ করে বলেন তিন চার দিন আগে (1) সিরাজ পিতা-মৃত কয়েদ আলী (2) মোঃ আকবর আলী পিতা-মৃত কয়েদ আলী, (3) মোঃ খোকন পিতা- আকবর আলী, (4) মোঃ রুবেল পিতা বিবা, (5) মোঃ জসিম পিতা- আকবর আলী, তাহাদের সাথে আমার পুর্ব থেকেই আমার বিরোধ চলিয়া আসিতেছে আমার মনে হয় পুর্ব বিরোধের
জের ধরে আমার খামারে বিষ প্রয়োগ করিয়া মাছ মেরে ফেলেছে। একইসঙ্গে থানায় অভিযোগ করেছেন বলে জানান মোঃ আব্দুর খালেক।ঘটনা জানার পর আশুলিয়া থানাধীন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যায় ।
Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।