ঢাকা জেলার আশুলিয়ায় কিশোরীকে অপহরণের অভিযোগ রায়হান আহমেদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।
এর আগে, মঙ্গলবার বিকেলে ঢাকার কাজিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রায়হান চাঁদপুর জেলার মতলব থানার নওগাঁও এলাকার দুলাল মিছিল ছেলে।
পুলিশ জানায়, গত ১৫ জুন আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে ওই কিশোরীকে (১৫) ফুঁসলিয়ে
অপহরণ করে রায়হান। এ ঘটনায় ওই কিশোরীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাজিপুর থেকে রায়হান কে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী নাসের বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হান কে গ্রেফতার ও কিশোরীকে উদ্ধার করা হয়। আজ দুপুরে রায়হান কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।