রিপোর্টার খোরশেদ আলম | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | পড়া হয়েছে 217 বার
আর কয়েকদিন পরেই পালিত হবে বাংলাদেশে মুসল্লিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। এই ঈদকে সামনে রেখে আবিদ ডেইরী ফার্ম বছর জুড়ে গরু পালন করে আসছে।
শিল্পাঞ্চল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় দেখা মিললো সবচেয়ে বড় গরু বাঘা ।গরুটির উচ্চতা সাড়ে পাচ ফিট. ওজন দেড় টন. দেখতে নাদুস নুদুস এই গরুটি বাঘা নামে পরিচিত.পলাশবাড়ি এলাকার মানুষ প্রতি দিনই গরুটি দেখতে ভিড় জমাচ্ছাছে আবিদ ডেইড়ী ফার্ম এ আবিদ ডেইরী ফার্ম মালিক মোঃ আবসার আলি বলেন এ বছর আমার দুটি খামরে মধ্যে প্রায় 50 টি গরু আছে. এই ঈদে খামারে সব চেয়ে আকর্ষণীয় বাঘা গরুটি. আমি তিন বছর ধরে বাঘা কে পরিচর্যা করে আসছি দেশীও খাবারের মাধ্যমে । এবছরে দেশের সর্ববৃহৎ কোরবানির পশু বলে মনে করা হচ্ছে এই বাঘা কে । খামরি মোঃ আবসার আলি বলেন, জামাই আদরেই পালন করা হয়েছিল ৩ বছর 2 মাস বয়সী বাঘা কে । জানা গেছে, প্রতিদিনের বাজেট ছিল প্রায় ২ হাজার টাকা। খাবারের মেন্যুতে ছিল কলা, মাল্টা, কমলালেবু, চিড়া, আঙুর ফল, আখের গুড়, ইছব গুল, খৈল ও বেলের শরবতসহ আরও অন্যান্য দামী খাবার দাবার। শুধু আদর যত্নেই নয় বাঘা স্বাস্থ্য সুরক্ষার জন্য রাখাছিল সার্বক্ষণিক চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel