• শিরোনাম

    আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২০ নভেম্বর ২০২৩

    আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহফিল উপলক্ষে মাইক বাঁধতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালমান আল অন্তর (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
    রোববার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
    শনিবার সন্ধ্যায় উপজেলার তালশহর (পঃ) ইউনিয়নের মৈশাইর গ্রামে এই ঘটনা ঘটে।
    নিহত অন্তর সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামের মধ্যপাড়া এলাকার আবু বক্করের ছেলে।

    স্থানীয়রা জানায়, রোববার মৈশাইর বাজারের মাদরাসার উদ্যোগে তিনদিন ব্যাপী মাহফিল হওয়ার কথা রয়েছে। মাহফিল উপলক্ষে শনিবার সন্ধ্যায় জালাল মিয়ার বাড়ির ছাদে উঠে মাইক বাঁধতে ও বিদ্যুতিক খুঁটি থেকে লাইন টানতে গিয়ে অন্তর অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়লে গুরুত্বর ভাবে আহত হয়। পরে অন্তরকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

    বাংলাদেশ সময়: ১২:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ