স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
আশুগঞ্জের আব্দুল কুদ্দুস মিয়া নামে এক প্রতারক জমির দালাল প্রবাসী ব্যবসায়ী হাজী মোঃ সিরাজুল ইসলামের নিকট ভুয়া জমি দেখিয়ে ১০ লক্ষ টাকা প্রতি বিঘা দাম ধরে ২৫ বিঘা জমির কথা বলে ২ কোটি ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে আরও অতিরিক্ত ১০ লক্ষ টাকা দাবি করিলে তাও দেওয়া হয়, সম্পূর্ণ এবং অতিরিক্ত টাকা দেওয়ার পরেও দলিল করে দেই দিচ্ছি বলে তালবাহানা করে। এক পর্যায়ে প্রবাসী হাজী মোঃ সিরাজুল ইসলাম দেশে আসলে স্থানীয় লোকজনের চাপের মুখে তাকে ২১ বিঘার জমি দলিল করে দিতে সক্ষম হন। বাকি ৪ বিঘা জমি তিন মাসের মধ্যে দেই দিচ্ছি বলে আবারও তালবাহানা করেন। বহু সালিশ বৈঠকের মাধ্যমে ৮ বছর পর তিন বিঘা জমি দলিল করে দিতে সক্ষম হন , পরবর্তীতে দেখা যায় উক্ত জমির কোন ওয়ারিশ সঠিক নয়। আর এক বিঘা জমির মূল্য বাবদ ১০ লক্ষ টাকা ফেরত দেন। বর্তমানে জমিটির উপর সরকারি ডিজিটাল পদ্ধতির নিয়ম অনুযায়ী একটি ইটভাটা প্রতিষ্ঠান করা হয়েছে। যাহার খরচ ৭৫ লক্ষ টাকা। জমিটির কাগজপত্র সঠিক না থাকার কারণে প্রবাসী হাজী মোঃ সিরাজুল ইসলাম ব্যাংক লোনের কোন সুবিধা পাচ্ছে না এবং জমিটি কারো কাছে বিক্রিও করতে পারছে না। এমতা অবস্থায় প্রবাসীর হাজী মোঃ সিরাজুল ইসলাম আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়,এবং মানসিকভাবে তিনি ভেঙ্গে পড়েন। এই জালিয়াতি ভোগান্তির জন্য তিনি সঠিক বিচারের দাবি জানান। প্রবাসী হাজী মোঃ সিরাজুল ইসলাম পরবর্তীতে আরও জানতে পারেন যে ২০১৩ সালে যেখানে জমিটি বাজার দর ৫ লক্ষ টাকা বিঘা ছিল। সেখানে প্রতারক ১০ লক্ষ টাকা বিঘা বলে আব্দুল কুদ্দুস মিয়া টাকা হাতিয়ে নেয় এবং অদ্যবধি ২৫ বিঘা জমিটি ২০০৯ সালে আশুগঞ্জের এক ব্যবসায়ী আলামিন সাহেবের কাছে মাত্র ৯০ লক্ষ টাকা বিক্রি করেছিলেন। পরবর্তীতে কাগজপত্র ঠিক না থাকায় সম্পূর্ণ ৯০ লক্ষ টাকা আব্দুল কুদ্দুস মিয়া আলামিন সাহেবকে ৬ মাস পর ফেরত দিতে বাধ্য হন। ২০১৩ সালে জমিটি বাজার ধর থেকেও অতিরিক্ত চড়া দামে বিক্রি করে এবং অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে প্রবাসী মোঃ সিরাজুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। বিভিন্ন নাম ব্যবহার করে প্রবাসীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে প্রবাসী হাজী সিরাজুল ইসলাম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। এ বিষয়ে প্রবাসী সিরাজুল ইসলাম ও তার পরিবার প্রতারক আব্দুল কদ্দুস এর জাল দলিল জালিয়াতি, টাকা আত্মসাতের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।