
সিনিয়র স্টাফ রিপোর্টার : | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 37 বার
আ’লীগ- স্বতন্ত্রপ্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনা
পিরোজপুরের নাজিরপুরে ২য় ধাপে ইউপি নির্বাচনের বাকিমাত্র ১১ দিন। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় মুখরিত নির্বচনী জনপদ। ভোট প্রত্যাশায় মরিয়া হয়ে উঠেছেন ৮ নং শ্রীরামকাঠী আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী উত্তম মুকার মৈত্র ও স্থানীয় আওয়ামীলীগের অঘোষিত স্বতন্ত্র প্রাথী মাঠে থাকা, চশমা ছিদ্দিকুর রহমান তুহিন, আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন বেপারী, মোটর সাইকেল মাস্টার মোতাহার হোসেন হাওলাদার, হাত পাখা মামুন শেখ, সঞ্জয় পাগল রজনীগন্ধা। নিজ নিজ বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনী মৌখিক ইসতেহার নিয়ে দিন-রাত সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনা।
ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। উন্নয়ন ও কর্ম-পরিকল্পনার ফুলঝুড়ির বাণী নিয়ে ভোটারদের দোরগোড়ায় প্রার্থীরাও ঘুরছেন সকাল থেকে রাত অবদি। চায়ের আড্ডায় চলছে চুলছেঁড়া বিশ্লেষণ আর নানা জল্পনা-কল্পনা বর্তমান চেয়ারম্যন উত্তম কুমার মৈত্রের বিভিন্ন দূনীতি ও অনিয়মের। জাতীয় দৈনিক বাংলার নবকন্ঠ জুলাই ৫ তারিখ নাজিরপুরের চেয়ারম্যান পালাতক! জনসাধারণের ভোগান্তি , স্থানীয় দৈনিক জনগণ পত্রিকা ৩ মে-২০২১ এনজিও কর্মী থেকে কোটিপতি এই হেড লাইনে তার বিরুদ্ধে নানা অপকর্মের চিত্র দেখা গেছে তাই ভোটাররা রয়েছে চিন্তিত অবহেলিত এ জনপদের যিনি উন্নয়ন ঘটাতে পারবেন তাকেই বেছে নিবেন ভোটাররা। শ্রীরামকাঠী ইউনিয়িনের সচেতন মহল বলেন, যারা আমাদের অবহেলিত জনপদের ভগ্যোন্নয়নে কাজ করবেন, সেই যোগ্য সৎ নিবেদিতপ্রাণ ব্যক্তিকে ভোট দেব। অপরদিকে ৫ নং শাঁখারীকাঠী ইউনিয়নের আক্তারুজ্জামান গাউস নৌকা প্রার্থী এবং স্বতন্ত্রপ্রাথী, খালিদ হোসেন সজল, আনারস, জিয়াউল হাওলাদার ঘোরা, জাকির হোসেন মটর সাইকেল, ইসলামী আন্দোলন হাত পাখা মাহাবুবুর রহমান। ৪ নং দীর্ঘা আশুতোষ বেপারী নৌকা, এবং স্বতন্ত্রপ্রাথী দ্বিজদাস হালদার ঘোরা, শাহআলম আকন আনারস। তাদের প্রত্যেকের কর্মী সমর্থকরাভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
বাংলাদেশ সময়: ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel