তানোর, (রাজশাহী) প্রতিনিধি: | রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট
দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এ দিকে আসন্ন ১১ নভেম্বর কলমা ইউপি পরিষদ চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে ১নং কলমা ইউনিয়নের তৃনমুলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তানোর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী চৌধূরী (বাবু) জনগনের প্রত্যাশা পুরনের লক্ষে, আজ রবিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তানোর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউপির খেটে খাওয়া কৃষক-শ্রমিক মেহনতী মানুষের হিতাকাঙ্ক্ষী ব্যাক্তিত্ব, রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী চৌধুরী (বাবু) আসন্ন ১১ নভেম্বর কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলিয় মনোনয়ন না পাওয়ার প্রক্ষিতে, সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্থগিত দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি গনমাধ্যমকর্মীদের জানান, আমি ১নং কলমা ইউপিকে মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এবং অত্র-এলাকার সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ও সুবিধা বঞ্চিত দুস্থ দরিদ্র অসহায় মানুষের সেবা করার জন্য আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছি। তিনি আরও বলেন, আমি তানোর, ১নং কলমা ইউপির সাধারণ মানুষের সাথে থেকে এলাকার খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতী মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই এবং কলমা ইউপি কে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও প্রতিটি ওয়ার্ডের নতুন প্রজন্মকে সুশিক্ষায়-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমি এই অবহেলিত বরেন্দ্র অঞ্চলের কলমা ইউপিকে একটি উন্নত আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে এলাকার জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এবং ১নং কলমা ইউনিয়নের ওর্য়াডগুলো মাদক মুক্ত আধুনিক ডিজিটাল ওর্য়াড হিসেবে গড়ে তুলব। তাই আমি অত্র ইউনিয়ন ও ওর্য়াডের নবিন- প্রবিনসহ, সর্বশ্রেণি-পেশার জনগণের নিকট দোয়া-আশীর্বাদ প্রার্থনা করছি।
Posted ৭:০৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।