শিশির রঞ্জন মল্লিক | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
বর্তমান সরকার ও সেনাবাহিনী সর্ম্পকে কাতারভিত্তিক গণমাধ্যম
‘আলজাজিরা’র কল্পিত মিথ্যাচার ও অপসাংবাদিকতার তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়েছে ‘স্বাধীনতা সাংবাদিক ফোরাম’,
খুলনা।ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক
এস এম জাহিদ হোসেন,সহ-সভাপতি এ কে হিরু,শেখ আবু
হাসান,ফারুক আহমদ,মোঃ সাহেব আলীসহ নির্বাহী কমিটির
সদস্যবৃন্দ এক বিবৃতিতে বলেছেন,বিশ্বের বিভিন্ন দেশে
প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ এই বিতর্কিত গণমাধ্যামটি দীর্ঘদিন যাবৎ
বাংলাদেশ সর্ম্পকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মিথ্যা
সংবাদ পরিবেশন করে আসছে। বহির্বিশ্বে বাংলাদেশ
সেনাবাহিনী,জননেত্রী শেখ হাসিনা ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন
করার লক্ষ্যেই একটি কল্পিত ফিল্ম নির্মাণ করে তা ছড়িয়ে দেয়া
হয়েছে-যা’ হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছুই নয়। প্রতারণা ও
মিথ্যাচারে সিদ্ধহস্ত বিতর্কিত ব্যক্তিদের নিয়ে আলজাজিরায় ফিল্ম
তৈরির উদ্দেশ্য কারো অজানা নয়।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নতি ও অগ্রগতির
দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে-সে সময় মহল বিশেষের প্ররোচনায়
এ ধরনের মিথ্যাচার দেশপ্রেমিক জনগণ মেনে নিতে
পারেনা।আলজাজিরায় কল্পিত কাহিনীর প্রধান চরিত্র কথিত
‘সামি’একজন প্রাক্তন সেনাকর্মকর্তার ত্যাজ্য পুত্র। অনিয়ন্ত্রিত ও
উচ্ছৃঙ্খল জীবন-যাপনের কারণে তার পিতা তাকে ত্যাজ্য করেছিল।
সে একজন চিহ্নিত প্রতারক,সেনানিবাসে নিষিদ্ধ,একাধিক বিয়ে
ও নারী কেলেংকারীর সাথে জড়িত।শিশুকালেই তার অপরাধের হাতেখড়ি।
গুজব ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল
নিরাপত্তা আইনে মামলা হয়েছিল। নেতৃবৃন্দ আলজাজিরার
ঘৃণ্য,গর্হিত হলুদ সাংবাদিকতার উপযুক্ত জবাব দেয়ার জন্য
সাংবাদিকদের প্রতি এবং বিতর্কিত এই গণমাধ্যমটির বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি এবং গণমাধ্যমটি
বয়কট করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।