• শিরোনাম

    আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে রডে বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

    শরীফ আহমেদ: | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 74 বার

    আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে রডে বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

    apps

    আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাচালে এ ঘটনা ঘটে।
    নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
    স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু পার্কে লাগানো বড় পর্দায় খেলা দেখছিলেন রাকিব। আর্জেন্টিনা দ্বিতীয় গোল করার পর আনন্দে মেতে ওঠেন তিনি। এ সময় হঠাৎ তিনি পা পিছলে গড়াতে গড়াতে তিনি খালে পড়ে যান এবং নির্মাণাধীন ব্রিজের রড তার পেটে ঢুকে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বাংলাদেশ সময়: ১১:৫০ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ