
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা রোজ বুধবার ১৯ মার্চ ২০২৫ ইং তারিখ বিকেল ৪টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে আহবান জানান।
উক্ত সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।
উপস্থাপিত সমস্যাবলী এবং প্রস্তাবনা গুলো আরএমপি পুলিশ কমিশনার গভীর মনোযোগ ও গুরুত্ব সহকারে শ্রবণ ও পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি ও অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
এ উপলক্ষে পুলিশ পরিদর্শক জনাব মো: আব্দুল মতিনকে বদলি জনিত সংবর্ধনা এবং কনস্টেবল জনাব মো: জাহাঙ্গীর আলম, জনাব মো: আব্দুর রহিম মোল্লা ও জনাব মো: ইসমাইল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আরএম পি (স্টাফ অফিসার) এসি মোঃ সোহেল রানা সহরঅন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ। তথ্য প্রেরণ করেন, মোসাঃ সাবিনা ইয়াসমিন (অতিরিক্ত উপ পুলিশ কমিশনার) আরএমপি পুলিশ মিডিয়া, পুলিশ হেডকোয়ার্টার রাজশাহী।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।