| শনিবার, ১০ অক্টোবর ২০২০ | প্রিন্ট
(মো. মতলব হুসেন মুকুল)
চারদিকে একি দূষিতের দাপট, একি পশুর মতো পাশবিকতা?
ওরা কারা? যারা নির্মল জীবনের প্রবহমান সুবাতাসে ভরা পার্থিব সুখের বাগানে কিছু বন্য পশুর চেয়ে নিকৃষ্টতর মানুষ নামের প্রাণী কেড়ে নিতে উদ্যত আজ জাতিরাষ্ট্রের উচ্চতর মননের সম্ভ্রম?
ওরা কারা? ওরা কি জানেনা এখানে বসতি শত সহস্র বছর ধরে এক স্বাধীন সত্তাবহ জাতির যারা পলে পলে গড়েছে এক বিনম্র ভালোবাসার স্বদেশ- যেখানে প্রিয়তমার জন্য, মায়ের মুখের সম্মানের জন্য স্বদেশের মানুষের দুঃখের আহাজারি শুনে জীবন দিতে পারে তাঁর প্রিয় সূর্যসন্তানেরা?
ওরা কী হারিয়েছে সজ্ঞান- যেখানে অবধ্য ঈসা খানরা শুধু প্রেম পরশে জয় করেনি ভিন্নধর্মী নারীর মন, শৌর্য বীর্যে পরাস্ত করে পৃথিবীর সেরা শক্তিমত্তদের ? ওরা কি শুনেনি এখানে বেহুলা মহুয়ারা গড়েছে অমর করে দেবত্বের চেয়ে নারীত্বের মহিমা গান?
ওরা এ জাতির কেমন কুসন্তান যারা শুনেনি পিতার বজ্র ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি- যেখানে অপরাধীর আস্তানা ঘুরিয়ে দিতে জেগেছিল এই সাহসী বদ্বীপের রক্তবীজ? ওরা কেমন বধির মূক পশু, যারা ভুলেছে এত দ্রুত যেখানে লক্ষ-লক্ষ নারীর সম্ভ্রম হারানোর কান্না বাতাসে এখনো শীষ দিয়ে বেদনার অশ্রু ঝরায়?
ক্ষমা নেই, মুক্তি নেই ওদের যারা ক্ষত বিক্ষত করে সোনালি ভোরের স্বপ্ন নিয়ে জেগে উঠা আগামির রশ্মি সোনামুখিদের; ওদের বেঁচে থাকার অধিকার হারিয়েছে ওরা যারা নষ্ট করেছে এ মানবিক জাতির সম্মানিত মায়ের সম্মান।
আমি বিচার চাইতে এসেছি আজ, এই সব অপরাধীদের কঠিন বিচার- যা দেখে আর কেউ না করে পুনরাবৃত্তি সেই নরপশুদের মত ঘৃণ্য অপরাধ।
লেখক: সভাপতি, জাতীয় সাহিত্য চর্চা পরিষদ ও অধ্যক্ষ, কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ।
প্রকাশ সম্পাদনা: শান্ত বণিক
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।