• শিরোনাম

    আমার বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছি, করোনায় আক্রান্ত ট্রাম্পকে মোদি

    অনলাইন ডেস্ক | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 307 বার

    আমার বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছি, করোনায় আক্রান্ত ট্রাম্পকে মোদি

    apps

    নবকন্ঠ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তাদের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তা-ই নয়, ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে তাঁর টুইট শেয়ার করেছেন মোদী।

    শুক্রবার (০২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে টুইট শেয়ার করেন নরেন্দ্র মোদি। ক্যাপশনে তিনি বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করছি।

    এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটে ঘোষণা দেন, তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরও আগে তাদের নিকটতম সহযোগী একজন করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।

    ট্রাম্প টুইটে জানিয়েছেন, ‘আমরা এরই মধ্যে কোয়ারেন্টিনে চলে গেছি। সংক্রমণ সেরে উঠতে শিগগিরই আমরা চিকিৎসা প্রক্রিয়া শুরু করব। এবং আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব।’

    এর আগের টুইটে ট্রাম্প জানান, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর তারা উভয়ই কোয়ারেন্টিনে চলে যান।

    হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনো করোনাভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

    সূত্র : ইন্ডিয়া টাইমস।

    বাংলাদেশ সময়: ৮:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ