
মোখলেছুর রহমান সাইদুল | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
মাঝেমাঝে মেঘ ও রোদ্রের লুকোচুরি খেলায় আকাশের
নীল আড়াল হলে
বিচ্ছুরণত হয় ফাঁকফোকড় গলে
নববধূর মতো
তোমাকে রাঙিয়ে তোলে।
একটি মাত্র নীল আকাশ
অথচ তার আছে হরেকরকম উজ্জ্বলতা
আছে বিষন্নতা
সময়ের সাথে তার রূপের কত ভিন্নতা!
কীভাবে বলি আজন্মকাল দেখা আমার আকাশ গতানুগতিক?
গোধূলি একই রকম রক্তিম
রাতের আঁধারে দিনের অন্তিম যাত্রা
তারও আছে বহুমাত্রা!
সমুদ্রের তীরে
নগরের ভীরে
তেপান্তরের দিগন্তে
তোমার অজান্তে
তুমি হও বহুবর্ণিল
কী করে বলি গোধূলি আমার আটপৌরে?
সকালের ঝকঝকে রোদে স্নিগ্ধ সবুজ পাহাড়
শীতের সন্ধ্যায় কুয়াশার মায়াবী আঁধার
একই বৃক্ষের কত বাহার!
কেমনে বলি বন কেবলি একটি রঙের সমাহার?
সবসময় দেখি বলে
পাশাপাশি থাকি বলে
আমার কাছে তুমি নও গতানুগতিক
তুমি নান্দনিক
তুমি আমার আত্মিক আবীর।
রচনা: ৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ।
Posted ৯:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।