| রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নূরুদ্দীন দরজী:
কতযে সুন্দর আমার গ্ৰাম দত্তেরগাঁও,
বেড়াতে এসে বন্ধুরা একটু দেখে যাও
অনেক বড় গ্ৰাম সাতটি আছ পাড়া,
একদিকে ডাক পেলে পড়ে যায় সাড়া
পাড়ায় পাড়ায় রয়েছে মানুষ সুন্দর,
আদর স্নেহ ভালবাসায় ভরা যে অন্তর
বৃক্ষলতা খালবিল সাজানো বাড়িঘর,
চাঁদের আলোয় হাসে পথ ও প্রান্তর।
গোলাকার গ্ৰামের দক্ষিণে মাঠেরবন্দ,
পাশ দিয়ে হেঁটে হেঁটে জুড়াই প্রাণমন।
শিবপুর হতে চরসিন্দুর যে আসে যায়,
দক্ষিণা মুক্ত বাতাস সে ভাগ্যবান পায়
যারগ্ৰাম তারকাছে জানি অধিক শ্রেয়
জন্মভূমি সবার কাছে স্বগ’হতেও প্রিয়
যে গ্ৰামে জন্মে পেয়েছি ধন্য জীবন,
এ গ্ৰামেই প্রভু তুমি দিও আমার মরণ।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।