বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আমরা সরকারের চাকুরি করি জনগনের সেবা দেওয়ার জন্য – ডিসি মুহম্মদ কামরুজ্জামান

কাজী ফারদীন রহমান, গোপালগঞ্জ   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট

আমরা সরকারের চাকুরি করি জনগনের সেবা দেওয়ার জন্য – ডিসি মুহম্মদ কামরুজ্জামান

আমরা সরকারের চাকুরি করি জনগনের সেবা দেওয়ার জন্য। জনগণকে সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

গোপালগঞ্জে কোন ভাবেই নেতিবাচক সংবাদ শিরোনাম হবে না, আপনাদের সহযোগিতায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন- শৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। প্রশিক্ষণ যারা করেছেন তারা এখন জ্ঞানী ও কর্মঠ। লক্ষ্য রাখবেন আমরা যেন এই প্রশিক্ষণকে কাজে লাগাতে পারি।

বুধবার (৪ জুন) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ মিরাজ ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার সবুজ ঠিকাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার নিতিশ চন্দ্র সরকার প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ৪০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামগণ, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ গ্রহণকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins