নিজস্ব প্রতিবেদক : | রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 1722 বার
আজ সকাল ১০টা থেকে ১১ দফা দাবিতে ইস্কাটন রোড বোরাক টাওয়ার প্রবাসী কল্যাণ ভবনের সামনে আমরণ অনশনের ডাক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা। বক্তারা বলেন, আমরা ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আর কিছু দিনের মধ্যে আমাদের ভাইভা হওয়ার কথা থাকলেও, করোনার কারণে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। এমতাবস্থায় আমরা ৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেলে চিরতরে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া থেকে পরিত্রাণ চাই। প্রয়োজনে ৭ দিনের ভাইভা ভার্চুয়াল পদ্ধতিতে নেয়া হোক। যেখানে ২০১৮ সাল পর্যন্ত ৩৫+ বিবেচনা রয়েছে, তাই মেয়াদ বর্ধিত করে ১৬ তমদের যুক্ত করাসহ ১১ দফা দাবি উত্থাপন করেন বক্তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, এক মাস বর্ধিত করে ১৬ তমদের আবেদনের সুযোগ প্রদানে বিনীত অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel