অনলাইন ডেস্ক শনিবার, ১০ অক্টোবর ২০২০
নবকন্ঠ ডেস্ক: লেবাননের বৈরুতে চলতি বছরের আগস্টের ভয়াবহ ঘটনার ক্ষত না শুকাতেই আবারও বিস্ফোরণ ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে এবং ২০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বৈরুতের তারিক-আল-জিদে জেলায় জ্বালানি একটি ট্যাংকে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। তবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনগুলোতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় মই ব্যবহার করছেন দমকল বাহিনীর কর্মীরা।
বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় একজন নারী এক টুইট বার্তায় লেখেন, শব্দ আর ঘরের কাঁপুনিতে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। যে গলিতে আমি থাকি, সেখানকার সবাই চিৎকার করছিল। আমার পুরোনো ঘটনা মনে পড়ছিল।
এর আগে গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারায় প্রায় দু’শ মানুষ এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
সূত্র : আল-জাজিরা
বাংলাদেশ সময়: ৯:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel