টি এম এ হাসান, সিরাজগঞ্জ : | শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আবারও আমরণ অনশণে বসেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে আজ শুক্রবার বিকালে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেট সভা বসলেও সেখান থেকে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনও সিধ্যান্ত নেওয়া হয়নি এমনটাই তাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তারা এমনটা জানার পর থেকেই আবারও অনশণের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেয়া আবু জাফর হোসাইন। আবু জাফর হোসাইন বলেন, রাত সাড়ে ৭টার দিকে আমাদেরকে ফোন দিয়ে জানানো হয় কোনও প্রকার সিধ্যান্ত ছাড়াই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আজকের মতো মুলতবি করা হয়েছে। বিষয়টি জানার পরে আমরা ভারপ্রাপ্ত ভিসি স্যারকে ফোন দেই।
তখন তিনি বলেন, আজ এবিষয়ে কোনও সিধ্যান্তে আসা যায়নি। তোমরা ক্লাস-পরীক্ষাতে ফেরো। আমরা আবার সিন্ডিকেট সভা বসে এবিষয়ে সিধ্যান্ত নিবো। তখন আমরা আগামীকালকেই আবার এই সিন্ডিকেট সভা বসবে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত একমাসের মধ্যে এই সভা বসার সম্ভাবনা নেই। এই শিক্ষার্থী আরও বলেন, আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে আমাদের সকল প্রকার আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু যেহেতু আমরা এর সমাধান পাচ্ছিনা তাই আজ রাত ৮টা থেকে আবারও আমরণ অনশণ শুরু করলাম। তবে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনও সিধ্যান্ত না নিয়েই সিন্ডিকেট সভা আজকের মতো মুলতবি করা হয়েছে বলে ভিসি তাদের জানিয়েছেন মর্মে এই শিক্ষার্থী জানান। তবে এবিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার আব্দুল লতিফকে একাধিকবার তার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টায় এঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর নিকট তদন্ত প্রতিবেদন জমা দেন। এবং আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডিস্থ আবাসন ভবন অফিসে এই সিন্ডিকেট বৈঠক শুরু হয়। টানা ৩ ঘণ্টা বৈঠক চলার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৭টার দিকে এ বৈঠক শেষ হয় বলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলন অনশণের মধ্যদিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠলো।
Posted ২:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।