শনিবার ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন, মামলাজট কমে ১৫৪৬০টি

  |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট

আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন, মামলাজট কমে ১৫৪৬০টি

নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭টি। তবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন ওই মামলারজট এসে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০টিতে। এরমধ্যে চলতি বছরের ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে ভার্চুয়াল মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৭৩টি মামলা। ফলে নির্ভুল তালিকা প্রণয়নের পর মামলাজট কমেছে আরও চার হাজার ৮১টি।

শনিবার আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিষ্পত্তিকৃত মামলার সংখ্যাসহ নির্ভুল এবং কার্যকর গণনায় পরিলক্ষিত হয় যে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।’

এ বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান সমকালকে বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপিল বিভাগে আরও কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। এতেও বিচারাধীন মামলার সংখ্যা কমেছে।’

করোনা সংক্রমণ পরিস্থিতিতে আপিল বিভাগে বর্তমানে দুটি বেঞ্চে মামলার শুনানি গ্রহণ করা হয়। গত ১৩ জুলাই থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে এবং ৬ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে আপিল বিভাগের অপর বেঞ্চটি পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(966 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins