• শিরোনাম

    আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন, মামলাজট কমে ১৫৪৬০টি

    অনলাইন ডেস্ক শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

    আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন, মামলাজট কমে ১৫৪৬০টি

    apps

    নিজস্ব প্রতিবেদক: আপিল বিভাগে বিচারাধীন মামলার তালিকা সংশোধন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৬১৭টি। তবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন ওই মামলারজট এসে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০টিতে। এরমধ্যে চলতি বছরের ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে ভার্চুয়াল মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৭৩টি মামলা। ফলে নির্ভুল তালিকা প্রণয়নের পর মামলাজট কমেছে আরও চার হাজার ৮১টি।

    শনিবার আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিষ্পত্তিকৃত মামলার সংখ্যাসহ নির্ভুল এবং কার্যকর গণনায় পরিলক্ষিত হয় যে, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।’

    এ বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান সমকালকে বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপিল বিভাগে আরও কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। এতেও বিচারাধীন মামলার সংখ্যা কমেছে।’

    করোনা সংক্রমণ পরিস্থিতিতে আপিল বিভাগে বর্তমানে দুটি বেঞ্চে মামলার শুনানি গ্রহণ করা হয়। গত ১৩ জুলাই থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে এবং ৬ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে আপিল বিভাগের অপর বেঞ্চটি পরিচালিত হচ্ছে।

    বাংলাদেশ সময়: ৭:২৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ