খন্দকার আমির হোসেন, এম ওবায়েদুল কবীর, শান্ত বণিক রবিবার, ১২ নভেম্বর ২০২৩
আপনারা যত পারেন প্রার্থী হন, আমি যাকে প্রার্থী দেবে, নৌকা মার্কা দেব তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশাল জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, যখনই নৌকায় ভোট দিয়েছেন, নৌকা মার্কা ক্ষমতায় এসেছে, আপনার এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই দেশ এগিয়ে যাওয়া আর বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আরো পিছিয়ে যাওয়া। জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এরপর যারা এসেছিল তারা দেশের মানুষের উন্নতি চাইনি। আবার নৌকা মার্কা ক্ষমতা এসেছে দেশের উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্বের কাছে আমাদের মাথা নত করে চলতে হয় না, আমরা মাথা উঁচু করে চলতে পারছি। প্রধানমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। বাংলাদেশের জনগণই আমার পরিবার আর তা ভেবেই এদেশের জন্য কাজ করে যাচ্ছি।এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাব। বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করবো।
আমরা ক্ষমতায় আসার পর নিন্ম আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে কম টাকায় চাল,ডাল,তেল কেনার সুযোগ করে দিয়েছি, গৃহহীনদেরকে জমিসহ ঘর প্রদান করেছি। শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন করতে উন্নত বিশ্বের মতো কারিকুলাম শিক্ষা চালু করেছি। পোশাক শ্রমিকদের মুজুরী ৫৬ শতাংশ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ শত টাকা নির্ধারণ করেছি। বেকার যুবকদের চাকরির পিছনে না দৌড়ে, তারা যেন কর্মসংস্থান তৈরি করে চাকরি প্রদানের সুযোগ করতে পারে, সেজন্য বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। প্রশিক্ষণ শেষে কোন প্রকার জামানত ছাড়াই কর্মসংস্থান ব্যাংক থেকে দুই লক্ষ টাকা ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছি। নরসিংদী জেলার উন্নয়নে ৩১৪ টি উন্নয়ন প্রকল্পের কাজ আমরা শুরু করেছি, যেগুলো কিছু শেষ হয়েছে এবং বাকিগুলো চলমান আছে। চলমান কাজগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।
তিনি আরও বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা যে উন্নয়ন পেয়েছেন, আগামী নির্বাচন সামনে, আমি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, নিজে নিজে যত পারেন প্রার্থী হন, আমি যাকে প্রার্থী দেব, নৌকা মার্কা দেব, ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। অগ্নি সন্ত্রাসী, খুনি এরা যেন কখনো এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। পরিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে পুণরায় নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন’র সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক,জাহাঙ্গীর কবির নানক, নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু,শিবপুরের সাংসদ জহিরুল হক মোহন, এড.এবিএম রিয়াজুল কবীর কাওছারবাংলাদেশ আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নরসিংদী ১ সংসদীয় আসনের সাংসদ লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এমপি, নারায়ণগঞ্জের আড়াইহাজার আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু এমপি, গাজীপুরের কালীগঞ্জ আসনের সাংসদ মেহেরা আফরোজ চুমকি এমপি, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের (নরসিংদী গাজীপুর জেলার দায়িত্ব) সাংসদ তামান্না নুসরাত বুবলি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাউসার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলীর সঞ্চালনায় জনসভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ। মাঠে পার্শ্ববর্তী জেলাগুলোর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকদেরও উপস্থিত হতে দেখা যায়।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পলাশে “ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেখানে সুধি সমাবেশে বক্তব্য রাখেন।
নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সকাল থেকেই মিছিল সহকারে নরসিংদী জেলা মোসলেহউদ্দিন ভূঞা স্টেডিয়ামে জমায়েত হতে থাকেন। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়াম।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভার নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর অগ্রণী ভূমিকা পালন করেন।
বাংলাদেশ সময়: ৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel