| শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতনহোন এবং অন্যকে সচেতন করুন এই স্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে ১০/১২/ বৃহস্পতিবার সকালে ডাকবাংলোর সামনে নবীনগর ২১টি ইউনিয়নের সদস্যদের নিয়ে মানববন্ধন ও র্যালির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
পরে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুম প্রাঙ্গনে নবীনগর উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ খোরশিদ আলম এর সভাপতিত্বে এবং মোঃ মাজহারুল হক(চঞ্চল)এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ রাকিবুদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি বীর মুক্তিযুদ্ধা সামছুল আলম সরকার, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, সলিমগঞ্জ ইউনিয়ন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সভাপতি খোরশেদ আলম চেয়ারম্যান ,নবীনগর উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক (রুবেল) যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ বেগ (ইমন), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, সহ নবীনগর উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবো,এবং উপজেলা বাসীর সুরক্ষায় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।