মঙ্গলবার ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

আন্তঃজেলা ডাকাত কর্তৃক লুন্ঠিত আনাসার সদস্যদের অস্ত্র-গুলি উদ্ধার ও ১০ ডাকাত গ্রেফতার

খন্দকার আমির হোসেন : জেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট

আন্তঃজেলা ডাকাত কর্তৃক লুন্ঠিত আনাসার সদস্যদের অস্ত্র-গুলি উদ্ধার ও ১০ ডাকাত গ্রেফতার

গত ২৬/১২/২০২২ তারিখ রাত্র ১০.০০ ঘটিকার দিকে নরসিংদী বড় বাজার বনিক সমিতির আনসার ক্যাম্প হইতে প্রতিদিনের ন্যায় ০৪ জন আনাসার সদস্য তাদের নামে ইস্যুকৃত ০৪টি শর্টগান ও ২০ রাউন্ড গুলি নিয়ে নরসিংদী বড় বাজারের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল। ডিউটি চলাকালিন সময় ২৭-১২-২০২২ রাত্র অনুমান ০১:৩০ ঘটিকার সময় নরসিংদী বড়বাজারস্থ পিয়াজ-পট্টির কাছে পৌছিলে ১৭/১৮ জন দুস্কৃতিকারী তাদেরকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ০২ জন আনাসার সদস্যদের নিকট হতে ০২টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি নিয়ে আনাসার সদস্যদের দুই হাত পিছনে বেধে রাখে বেরিবাধ দিয়ে চলে যায়। পরবর্তীতে উক্ত বিষয়ে লুৎফর নাহার লতিফা ভারভাপ্ত আনাসার ভিডিপি কর্মকর্তা নরসিংদী সদর উপজেলা বাদী হয়ে নরসিংদী মডেল থানার মামলা নং-৪২, ২৮/১২/২০২২ তারিখ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

ঘটনার পরপরেই নরসিংদী জেলার সু-যোগ্য পুলিশ সুপার জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী জনাব অর্নিবান চৌধুরী এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের ভিত্তিতে নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া,শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচলনা করিয়া অন্তঃ জেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেন এবং আনসার সদস্যদের লুন্ঠিত অস্ত্র ও গুলি ডাকাত মিজান এর মামার বাড়ী হইতে উদ্ধার করেন।

আসামীদের নাম ও ঠিকানা
১। আনোয়ার দেওয়ান (৪২),পিতা-মোহাম্মদ দেওয়ান, মাতা-মমতাজ বেগম, সাং-কুন্ডেরচর গনি মল্লিকের কান্দি, থানা- জাজিরা,জেলা- শরীয়তপুর। এ/পি-বানিয়াবাড়ী (মসজিদের সামনে, থানা ও জেলা-মুন্সিগঞ্জ)।

২। মোঃ দেলোয়ার খলিফা (৩৭),পিতা-সিরাজ খলিফা, মাতামৃত-মৈফুল বেগম, সাং- দাইমুদ্দিন খলিফারকান্দি, থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর।

৩। মোঃ কালু হাওলাদার (৩৮), পিতামৃত-ফজলু হাওলাদার, মাতা-মোসাঃ সোনা বান,সাং- উত্তর কাউয়াকুড়ি, থানা ও জেলা- মাদারীপুর।

৪। মোঃ ফরিদ হাওলাদার (৪৫), পিতামৃত-ফজলু হাওলাদার, মাতা-মোসাঃ সোনা বান,সাং- উত্তর কাউয়াকুড়ি, থানা ও জেলা- মাদারীপুর।

৫। মোঃ ফারুক খা (২১), পিতা-আব্দুর রব খা, মাতা- আলমতি বেগম,সাং- হাজী জব্বর হাওলাদারকান্দি, থানা-শিবচর,জেলা-মাদারীপুর।

৬। শেখ আল মামুন (৩২), পিতা- শেখ আব্দুল মালেক, মাতা-মমতাজ বেগম, -বালিয়াডাংগা, থানা-ফকিরহাট,জেলা- বাগেরহাট।

৭। আনোয়ার হোসেন (৫৭), পিতামৃত- শেখ মহিউদ্দিন, মাতামৃত-জোহরা বেগম, স্ত্রী-জাহানারা পারভীন হীরা, সাং-আফরা, থানা ও জেলা- বাগেরহাট,

৮। মোঃ শফিকুল ইসলাম (২৭),পিতামৃত- অহিদ মিয়া, মাতা-মরিয়ম বেগম, সাং-বাজিবিশারা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়।
৯। মতি খলিফা (৪২),পিতামৃত-সিরাজ খলিফা,মাতামৃত-মৈফুল বেগম, সাং- দাইমুদ্দিন খলিফারকান্দি, থানা- জাজিরা, জেলা-শরীয়তপুর।

১০। মোসাঃ আলেয়া বেগম (৪৫),স্বামীমৃত- নূরুদ্দীন মোড়ল,মাতা- হনুফা বিবি, সাং- বিকিনগর মোড়লকান্দি, থানা- জাজিরা,জেলা-শরীয়তপুর।

উদ্ধারকৃত আলামতের বর্ণনা-
১। ০২ টি শর্টগান
২। ০২ রাউন্ড গুলি।

Facebook Comments Box

Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins