• শিরোনাম

    আদালতের চির¯’ায়ী নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূমিদস্যুদের জোরপূর্বক জমিতে অনুপ্রবেশ

    পি,সি দাস, দিনাজপুর | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 222 বার

    apps

    দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের কর্নাই মৌজার কাটাপাড়া গ্রামে আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভূমিদস্যু সন্ত্রাসী আইন অমান্যকারী ব্যক্তি নুহু (৫০), উজ্জ্বল (৪৫), করিম (৩৮), রবু (৬৫), তানজুল (৭০), জিয়া (৪০), সহুবুল (৪৩), কাঠি (৪০), জব্বার (৪৫), সহুবুল (৫০) গং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তির রেকর্ডীয় মালিক মৃত নজর“ল ইসলাম, মৃত আফসার আলী, মোঃ গুদর আলীর ওয়ারিশগণকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসামীগণ গত ১১/০২/২০২১ ইং তারিখে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে খতিয়ান নং সি,এস-৩৭৩, এস,এ খতিয়ান নং-৪৯৩, দাগ নং-২৪২৪, পরিমাণ-১৪.০০ একর জমির মধ্যে ১১.০০ একর মধ্যে জোরপূর্বক সিভিল আইন অমান্য করে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমিতে অনুপ্রবেশ করে জোরপূর্বক হালচাষ করে। ভূমিদস্যুরা লাঠি, বল্লম, তীর, ধনুকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে থাকার কারণে জমির মালিক জমিতে গিয়ে চাষে বাধা দিতে সাহস পায়নি। এর পূর্বে গত ২৪ আগষ্ট ২০২০ তারিখে ভূমিদস্যুরা জমিতে ঘর নির্মাণ করতে গেলে জমির মূল মালিক আফছার আলী জমিতে ঘর নির্মাণে বাধা প্রদান করলে ঘটনা¯’লেই তাকে প্রহার করলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই নালিশী সম্পত্তিতে আদালত হতে যাহার মামলা নং ৩৬/০২, ২২৩ ও ৩২২ অন্য ডিক্রী প্রাপ্ত মূলে মালিক মৃত নজর“ল ইসলাম, মৃত আফসার আলী, মোঃ গুদর আলী। বর্তমানে মামলা নং-১৬৪/১৮ অন্য যা মৃত আফছার বাদী হয়ে ২০১৮ সালে করেছিলেন। এখানে উল্লেখ্য যে, মামলার শুনানী না হওয়া পর্যন্ত চির¯’ায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আর যাতে কোন প্রাণ না যায় এজন্য উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা সহ মূল মালিককে তার জমি ফেরত দেওয়ার জন্য জোর দাবী জানান এলাকাবাসী।

    বাংলাদেশ সময়: ৫:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ