শরীফ আহমেদ প্রতিবেদনঃ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দি ইউনিয়নের ০৭ নং ওর্য়াড ছোট ফাওসা গ্রামের শিশু বাচ্চা ও বৃদ্ধ সহ শতাধিক মানুষ বিষাক্ত কালো ধোঁয়ার কবলে পড়ে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে দৌড় ঝাঁপ করছেন চিকিৎসার জন্য।দিন যত যাচ্ছে অসুস্থতার হার ততই বাড়ছে,স্হানীয়রা জানায়,ক্ষমতাশীল ব্যাক্তি হাজী শুকুর আলী ভুঁইয়া পিতা মৃতঃ কুদ্দুস আলী ভুঁইয়া আমাদের গ্রামে মাঝ বরাবর স্হানে আমেনা সাইজিং মিলস স্হাপন করে কার্যক্রম পরিচালনা করে আসছে,দিন রাত ২৪ ঘন্টাই গামেন্টস এর জুঁট ও নানা নিন্মমানের প্লাস্টিক পোঁড়ানো হয়,মিলের ধোঁয়ার পাইপ দ্বারা দুষিত ধোঁয়া উপরে দিকে বের হয়ে অএ এলাকার বাড়িঘরে প্রবেশ করছে
একদিকে বিষাক্ত কালো ধোঁয়ার কারনে অসুস্থততার হার দিন দিন বেড়ে চলছে। অন্য দিকে শাকসবজি বাগান,ফলের বাগান,হাঁস-মুরগি খামার,গবাদিপশু সহ কৃষি জমি ফলজ ও বনজ গাছগুলো ধংসে পথে,স্থানীয়রা আরো জানায়,আমেনা সাইজিং মিলস চালু থাকলে তাদের প্রত্যকের বাসাবাড়ি মধ্যে কালো ধোঁয়া আবরন প্রবেশ করে,নতুন কাপড় চোপড়,আসবারপএ,কিংবা খাবারের মধ্যে এই কালো ধোঁয়া আবরন পড়ে থাকে। বিষাক্ত কালো ধোঁয়ার আতংকে মধ্যে দিয়ে দিন যাপন করছে ছোট ফাওসা গ্রামের হাজারো বাসিন্দারা। অন্য দিকে স্হানীয়রা গণমাধ্যম কর্মীদের জানায়,হাজী শুকুর আলী ভুঁইয়ার অত্যাচার সইতে না পেরে,নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তর অফিস কর্তৃপখে বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ সংক্রান্ত বিষয়ে অবগত করেছি। নারায়নগন্জ পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তারা সরেজমিনে এসেছেন ও বিষাক্ত কালো ধোঁয়া পরিবেশ পরিদর্শন করেছেন।
কিন্তু ক্ষমতাশীল হাজী শুকুর আলী ভুঁইয়া বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয় নিই অধ্যাবদি পর্যন্ত,আমাদের ধারনা আমেন সাইজিং মিলের মালিক হাজী শুকুর আলী ভুঁইয়া কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আমেনা সাইজিং মিলস মালিক হাজী শুকুর আলী পিতা মৃতঃ কুদ্দুস ভুঁইয়া সাং-ছোট পাউস্ ওয়ার্ড নং-০৭ ব্রাহ্মণ্দি ইউনিয়ন পরিষদ, থানাঃ আড়াইহাজার, উপজেলাঃ আড়াইহাজার।
হাজী শুকুর আলী তার পরিবারের সদস্যরা স্হানীয় প্রভাবশালী ও টাকাওয়ালা কারনে গ্রামবাসী আমেনা সাইজিং মিলসের কর্তৃপ বিরুদ্ধে কথা বলতে ভয় পায় বলে স্হানীয় সুএে জানা যায়। তাদের প্রভাব আধিপত্য কারেন ব্রাহ্মন্দি ইউনিয়ন ০৭ নং ওর্য়াড এর গ্রামবাসী জিম্মি হয়ে আছে। স্থানীয় বাসিন্দা একটাই দাবী সুন্দর পরিবেশ মুক্ত বাতাস অক্সিজেন খেয়ে বেঁচে থাকাটাই স্বার্থকতা
Posted ১০:২৮ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।