
শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
নরসিংদীতে ৫ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের ৮ সহস্রাধিক স্বেচ্ছাসেবীর মিলন মেলা ‘বিজয় ২’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
পহেলা ফ্রেব্রুয়ারি দিনব্যাপী নরসিংদী ড্রিম হলিডে পার্কে বিজয়-২’ নামে মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। মেলায় স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, দুর্যোগে সহায়তা, দারিদ্র্যবিমোচনে পাশে দাঁড়ানো ও পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী বশির আহমেদ, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, এথ্রি কালার কেম এর চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন, আরবিআর ইনোভেশনস লিমিটেড এর পরিচালক সঞ্জয় কুমার সাহা প্রমুখ।
সকাল ১০ টায় শুরু হওয়া মিলনমেলা চলে দিনব্যাপী। মিলনমেলায় জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ সংগঠনের সকলেই মেতে ওঠে আনন্দে৷ রক্তদান, দারিদ্র বিমোচন ও অন্যান্য জনকল্যাণমূলক স্বেচ্ছাকর্ম পদ্ধতির বিনিময় চলে সকল সংগঠনের প্রতিনিধিদের সাথে।
আয়োজকরা জানান, জেলাজুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫০৮টির বেশি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ করে সমন্বিত উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও জানান উদ্যোক্তারা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকী কুপনসহ অন্যান্য ব্যতিক্রমী আয়োজন উপভোগ করে সকলেই। জেলার সকল স্বেচ্ছাসেবীদের আরও উদ্যমী করে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তেই এরকম আয়োজন বলছেন আয়োজকরা।
Posted ৭:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।