| রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
নরসিংদী প্রতিনিধি : আজ রবিবার ১২ ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর পরাজয় ও আত্মসমর্পনের মধ্য দিয়ে সমগ্র নরসিংদী পাক হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন। ৭১’ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ড যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই খন্ড যুদ্ধে পাকহানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন ১১৬ জন বীর সন্তান। এর মধ্যে নরসিংদী সদরের ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলার ১৬ জন। এ ছাড়া বহু মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে নরসিংদী হানাদার মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধে ঢাকার সন্নিকটে অবস্থিত নরসিংদীতেও মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশ মাতৃকার ডাকে সারা দিয়ে ৭১’এর সশস্ত্র সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল জেলার আপামর জন সাধারণ। অস্ত্র হাতে রুখে দাঁড়িয়ে ছিল তারা পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের পর থেকেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি শুরু করে পাক বাহিনীর অন্তরাত্মা কাপিয়ে দেয়। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ৭১ সালের ১২ ডিসেম্বর পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী পাক হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষে আজ রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালী এবং বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়াও ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে জেলা প্রশাসন।
Posted ১০:২২ অপরাহ্ণ | রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।