অনলাইন ডেস্ক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 167 বার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে যাওয়ার জন্য আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ৪৫০ জনকে দেওয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিটি। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হচ্ছে।
সৌদি এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে। এরইমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সংস্থাটি।
সূত্র জানায়, ৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে। এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের আগামী ২৭ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এয়ারলাইন্স কার্যালয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন অনেক প্রবাসী। তাঁদেরকে টোকেন নম্বর অনুসারে সিরিয়ালি টিকিট বিতরণ করা হচ্ছে বলে সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel