| শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিবেদক: আজ শুক্রবার বিকেলে নরসিংদী জেলায় তিন দিনের সফরে আসছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, পিএএ।
তিনি আজ বিকেলে নরসিংদী সার্কিট হাউজের উর্ধমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি সন্ধ্যায় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশেন, নরসিংদী জেলা শাখা কতৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
আগামীকাল শনিবার সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলার দৃষ্টিহীনদের মাঝে কবুলিয়ত দলিল হস্তান্তর করবেন। বেলা সাড়ে ১১টায় সুশীল সমাজের সাথে তারুণ্যের শক্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর আড়াইটায় নুরালাপুর ইউনিয়নে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন, নুরালাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও নুরালাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন করবেন। দুপুর সাড়ে সাড়ে তিনটায় করোনা দুর্যোগ কর্মহীনদের মাঝে Income Generating উপকরণ বিতরণ করবেন। বিকেল সাড়ে ৪টায় নরসিংদী সদর উপজেলায় চলমান নদী খনন প্রকল্প দর্শন করবেন।
আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় নরসিংদী পৌরসভা দর্শন করবেন। সকাল পৌনে ১০টায় নরসিংদী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র কার্যালয় পরিদর্শন করবেন। সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দর্শন করবেন। সকাল সাড়ে ১১টায় নরসিংদী বিয়াম জিলা স্কুল দর্শন করবেন। বেলা পৌনে ১২টায় জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা, শুদ্ধাচার পুরস্কার বিতরণ এবং সেবা সহজীকরণ অ্যাপস উদ্বোধন করবেন। দুপুর ১টায় মিট দ্য প্রেস এ যোগদান করার মধ্য দিয়ে নরসিংদী জেলায় তিনদিনের সরকারি সফরের সমাপ্ত হবে ঢাকা বিভাগীয় কমিশনারের।
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সফরসূচী থেকে এ তথ্য জানা গেছে।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।