
| শনিবার, ১০ অক্টোবর ২০২০ | প্রিন্ট
মুন্সীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ চার মাস পরে আজ শনিবার (১০ অক্টোবর) পদ্মা সেতুতে আবার বসতে যাচ্ছে স্প্যান। করোনা ও বন্যার প্রভাব শেষে ৩২তম স্প্যান ‘ওয়ান-ডি’ বসানো হচ্ছে মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর।
স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হতে চলেছে সেতুর চার হাজার ৮০০ মিটার। এরই মধ্যে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে তোলা হয়েছে। আবহাওয়া ও অন্য বিষয়াদি ঠিক থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কম্পানি সকাল সাড়ে ৯টায় ভাসমান ক্রেন তিনাই-ই-হু-তে করে এটি নিয়ে যাবে পিলারের কাছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘বন্যা পরিস্থিতি কেটে যাওয়ায় পদ্মায় পানির উচ্চতা কমতে শুরু করেছে। চীন থেকেও ফিরে এসেছেন বিশেষজ্ঞদলের সদস্যরা। সেতুর ৩২তম স্প্যান বসানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ।’
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।