
| শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট
(অজিত বণিক)
আজও মানুষ অমানুষের সঙ্গে করছে বাস,
অস্পৃশ্য নরপিচাশের অশ্লীল দুর্গন্ধ বাতাসে,
মনের অন্তর দেবতার আত্ম তুষ্টির স্বরূপ
অতৃপ্ত আগুনের দ্রোহে বিলীন হয়।
চারিদিক বিস্তৃত নরকের অগ্নি চিতার
পোড়া মানুষের গন্ধে বাতাস হয়েছে
শ্রাবনের মতো ভারী।
পথে পথে নির্বিকার মানুষের ঢল,
কান্নার বুকচাপা দীর্ঘশ্বাস আকাশে বাতাসে
হাহাকার করে বেঁচে থাকার আকুল মিনতি।
দিকে দিকে ভ্রান্ত প্রেতাত্মার মুখোস পড়ে
লুকিয়ে আছে দুর্যোদনের কুল বংশ।
লোকালয়ের ক্ষিপ্ত পশু গুলো উন্মাদের মত
ছুটে এসে সৃষ্টির উপমা করছে নিশ্চিহ্ন।
সর্বনাশের ডামাডোলে যুদ্ধের হুংকারে কাঁপছে
মানুষের পরম অস্তিত্বের নিশানা।
ভীত সন্ত্রস্ত হৃদয়খানি গ্ৰীষ্মের মর্মরে পাতার মতো ধূলিঝড়ে পালিয়ে বেড়ায় ত্রিসীমানার বহুদূর।
অসুস্থ অধর্মলীলা নির্জীব মনুষ্য শক্তিকে
তিলে তিলে নিস্তেজ করে ধ্বংস করছে,
পরমাত্মার মহাযজ্ঞের অগ্নিহোত্রী।
এখনও ক্ষুধার্ত হায়নারা মানুষের গন্ধ খুঁজে,
তন্য তন্য করে বেড়ায় জীবনের আঙিনা।
নিদ্রাহীন ভয়ার্ত স্বাপদ সংকুল জীবনের দুঃস্বপ্ন
তাড়া করে অশান্ত মনের গভীরে।।
কবি’র রচনাকাল: ১৭/১০/২০২০ খ্রি.
সম্পাদনা: শান্ত বণিক
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।