শুক্রবার ২১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

>>

আজও মানুষ

  |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট

আজও মানুষ

(অজিত বণিক)

আজও মানুষ অমানুষের সঙ্গে করছে বাস,
অস্পৃশ্য নরপিচাশের অশ্লীল দুর্গন্ধ বাতাসে,
মনের অন্তর দেবতার আত্ম তুষ্টির স্বরূপ
অতৃপ্ত আগুনের দ্রোহে বিলীন হয়।

চারিদিক বিস্তৃত নরকের অগ্নি চিতার
পোড়া মানুষের গন্ধে বাতাস হয়েছে
শ্রাবনের মতো ভারী।

পথে পথে নির্বিকার মানুষের ঢল,
কান্নার বুকচাপা দীর্ঘশ্বাস আকাশে বাতাসে
হাহাকার করে বেঁচে থাকার আকুল মিনতি।

দিকে দিকে ভ্রান্ত প্রেতাত্মার মুখোস পড়ে
লুকিয়ে আছে দুর্যোদনের কুল বংশ।

লোকালয়ের ক্ষিপ্ত পশু গুলো উন্মাদের মত
ছুটে এসে সৃষ্টির উপমা করছে নিশ্চিহ্ন।

সর্বনাশের ডামাডোলে যুদ্ধের হুংকারে কাঁপছে
মানুষের পরম অস্তিত্বের নিশানা।

ভীত সন্ত্রস্ত হৃদয়খানি গ্ৰীষ্মের মর্মরে পাতার মতো ধূলিঝড়ে পালিয়ে বেড়ায় ত্রিসীমানার বহুদূর।

অসুস্থ অধর্মলীলা নির্জীব মনুষ্য শক্তিকে
তিলে তিলে নিস্তেজ করে ধ্বংস করছে,
পরমাত্মার মহাযজ্ঞের অগ্নিহোত্রী।

এখনও ক্ষুধার্ত হায়নারা মানুষের গন্ধ খুঁজে,
তন্য তন্য করে বেড়ায় জীবনের আঙিনা।

নিদ্রাহীন ভয়ার্ত স্বাপদ সংকুল জীবনের দুঃস্বপ্ন
তাড়া করে অশান্ত মনের গভীরে।।

 

কবি’র রচনাকাল: ১৭/১০/২০২০ খ্রি.

সম্পাদনা: শান্ত বণিক

Facebook Comments Box

Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রূপা
(1581 বার পঠিত)
ছোটগল্প (দেনা)
(1095 বার পঠিত)
দূর দেশ
(955 বার পঠিত)
কচু শাক চুরি
(899 বার পঠিত)
কৃষ্ণ কলি
(879 বার পঠিত)

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins