
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ৩১ মে ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনুস সাহেব আপনাকে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে। নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই। আমরা ডিসেম্বরেই নির্বাচন চাই। জনাব ইউনুস সাহেব যদি আপনি ঐ ফিডার খাওয়া এনসিপির কথায়, যদি জনবিচ্ছিন্ন কিছু ছোট রাজনৈতিক দলের কথায়, যদি স্বাধীনতা বিরোধী চক্রের কথায় নির্বাচনকে বিলম্বিত করে এই দেশে অগণতান্ত্রিক প্রথা চালু করতে চান তবে আজকে হুঁশিয়ার করতে চাই আমিরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, আঠারো কোটি মানুষ বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধোর দল, জিয়াউর রহমানের দল বেঁচে থাকতে আপনি সসম্মানে ফেরত যেতে পারবেন না।
শুক্রবার (৩০ মে) মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ঈদের পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ডাক দিবেন, আপনাদের প্রতি আহবান থাকবে ঢাকার রাজপথে অবস্থান নিব। চিরা নিয়ে, গুর নিয়ে, পানি নিয়ে ঢাকায় হাজির থাকবেন।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় তিনি আরো বলেন, নির্বাচন চাই, নির্বাচনের কোন বিকল্প নাই। আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চাই। ২০২৬ সালের পহেলা জানুয়ারি এই দেশে গণতান্ত্রিক পার্লামেন্ট দেখতে চাই। দেশের জন্য যত সংস্কার দরকার, বড় সংস্কার, ছোট সংস্কার আমরা সংসদে বসে করব। যারা ক্ষমতায় যাবে তারা করবে। আপনারা সংস্কার করার সময় নষ্ট করে ফেলেছেন। আর সংস্কারের নামে কাল বিলম্ব করা যাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা, মনোহরদী পৌরসভার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, পৌর যুবদলের সদস্য সচীব মো. মামুন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।