
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ২০ জুন ২০২৫ | প্রিন্ট
সড়ক সম্প্রসারণের অংশ হিসেবে বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কাজের জন্য আগামী ২১ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নরসিংদীর শিবপুর, বেলাব, রায়পুরা ও সদর উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ঢাকা-সিলেট মহাসড়ক, ইটাখোলা-মঠখোলা-কটিয়াদি আঞ্চলিক মহাসড়ক, এবং আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। এতে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ লাইনের নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এই কাজের জন্য ডরিন ৩৩ কেভি ফিডার, শিবপুর ৩৩ কেভি ফিডার, রায়পুরা ৩৩ কেভি ফিডার, হাসনাবাদ ৩৩ কেভি ফিডার এবং বাদুয়ারচর ১১ কেভি ফিডার-এর বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
ফলে নিচের এলাকাগুলোতে ওইদিন দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
শিবপুর উপজেলার অধিকাংশ এলাকা
বেলাব উপজেলার আংশিক এলাকা
রায়পুরা উপজেলার আংশিক এলাকা
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর, বাসাইল, দগরিয়া, আরশিনগর (আংশিক) এবং শিলমান্দি সংলগ্ন অঞ্চল।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস জানান, রাস্তা সম্প্রসারণ কাজের সুবিধার্থে নির্ধারিত সময়ের জন্য নির্দিষ্ট ফিডারগুলো বন্ধ রাখা হবে। এতে সাময়িক ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে এটি জনগণের উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে এবং আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি এই বিদ্যুৎ বিঘ্নজনিত কারণে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।