| বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: জয়পুরহাট জেলার আক্কেলপুরে আজ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার গোপিনাথপুর কড়ইতলি মোড়ে লাইসেন্সবিহীন একটি দোকানে পেট্রল পাম্প বসিয়ে মেশিনের সাহায্যে পেট্রোল, ডিজেল বিক্রির অপরাধে দোকানের মালিক নাজমুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে উপজেলার সোনামুখি এলাকার রাস্তার মোড়ে মুদিখানার দোকানে বোতলে পেট্রোল বিক্রির অপরাধে রুবেল হোসেন ও প্রভাস চন্দকে ৫শত টাকা করে জরিমানা করা হয়।
আক্কেলপুর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এভাবে লাইসেন্সবিহীন অবস্থায় ও খোলা জায়গায় পেট্রোল, ডিজেলের মতো দাহ্য পদার্থ বিক্রি করার ফলে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
নিরাপদ উপজেলা গড়তে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানা গেছে।
Posted ১০:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।