নিজস্ব প্রতিনিধি | বুধবার, ১০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
দেশীয় খেলার ঐতিহ্য ধরে রাখতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এলহাম অটো রাইস মিলের সৌজন্যে ৫দিন ব্যাপী আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় পাকুন্দিয়া বালিকা ও কটিয়াদী বালক দলকে পরাজিত করে বাজিমাত করেছে কিশোরগঞ্জ সদর বালিকা ও বালক দল। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী বালক-বালিকা দলকে পুরস্কার তুলে দেন। তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পাকুন্দিয়া বালিকা দলকে ৫৩-৭ পয়েন্টে হারিয়ে কিশোরগঞ্জ সদর বালিকা দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে কটিয়াদী বালক দলকে ৩৫-১৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ সদর বালক দল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাপনী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চৌধুরী। উল্লেখ্য, গত শুক্রবার (৫ নভেম্বর) কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ প্রতিযোগিতায় ১৩ উপজেলার মোট ২৬টি দল অংশগ্রহন করে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।