অনলাইন ডেস্ক | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 182 বার
নবকন্ঠ ডেস্ক : বাংলাদেশের এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার সোসিয়েশনের সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী।
এক শোকবার্তায় সুজিত রায় নন্দী বলেন, তিনি দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই প্রয়াণ আমাদেরকে শোকে আচ্ছাদিত করেছে। আইনাজ্ঞনের প্রতিকৃত মাহবুবে আলমের মৃত্যতে আমরা গভীর শোকাহত।
সুজিত রায় নন্দী আরও বলেন, তিনি দল-মত নির্বিশেষে আইনজীবি পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আইন পেশায় তাঁর বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনী সেবা প্রদান করেছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনের যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় সরব ভূমিকা পালন করেছেন। তাঁর চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়।
শোক বার্তায় সুজিত রায় নন্দী মরহুম মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১২:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel