চাঁদার টাকা না দেওয়ায় ঠিকাদারকে গুলি করা আশুলিয়ার সেই আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।রবিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদুল হক। এর আগে শনিবারে (১৯জুন) দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাহিন পালোয়ান আশুলিয়ার কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার বিল্লাল পালোয়ানের ছেলে। সে আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।আশুলিয়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদুল হক দেশ রূপান্তরকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার শাহিন পালোয়ানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত যে, এর আগে গত ৬ জুন আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় ঠিকাদারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে এই আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় একটি মামলা দায়ের করেন ফিরোজা এন্টারপ্রাইজ নামের সেই ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক বেলাল।